অসিতাভ গঙ্গোপাধ্যায়, ১৫ ফেব্রুয়ারি:- “জন্মিলে মরিতে হবে জানে তো সবাই / তবু মরণে মরনে অনেক তফাৎ আছে ভাই/ সব মরন নয় সমান।” বাঙালির হৃদয়ে অমরত্বের সিংহাসন অলংকৃত করে চলে গেলেন প্রতুল মুখোপাধ্যায়।
বাংলার মুখ, বাঙালির ভাষা চিরন্তন হয়ে রইল তাঁর সৃষ্টিতে। আমরা যখন “বাংলায় গান গাই” তখন প্রতুল মুখোপাধ্যায়ের মুখচ্ছবি দেখতে পাই, দেখতে পাবো ততদিন বাঙালি জাতি থাকবে যতদিন।