এই মুহূর্তে জেলা

সরস্বতী পুজোর থিমে ননি ছিঃ, ভাইরাল গান মগড়ারপুজো মন্ডপেও।

হুগলি, ৬ ফেব্রুয়ারি:- গল্পটি এক দরিদ্র যুবককে ঘিরে, যাঁকে প্রেমিকার পরিবার আর্থিক অবস্থার কারণে প্রত্যাখ্যান করে। কাজের সন্ধানে বাড়ি ছেড়ে যাওয়া যুবক যখন ফেরে, তখন জানতে পারে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে। সেই হৃদয়বিদারক মুহূর্তে গান গেয়ে ওঠে যুবক। ছিঃ ছিঃ রে ননি ছিঃ ওড়িশার সম্বলপুরের সেই গান এতটাই ভাইরাল হয়েছে যে গান নিয়ে মিম রিলের অন্ত নেই। ইউটিউবে রেকর্ড ভিউ। এবার সেই গানের থিম সরস্বতী পুজোয়। মগড়ার সূর্যোদয় সংঘের সরস্বতী পুজোয় ননি ছিঃ গানের লাইভ পারফরমেন্স দেখতে রীতিমতো ভীর উপচে পড়ছে। মিউজিক বিডিও তে সম্বলপুরের বিভূতি বিশ্বাল যে প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন। নতুন সানগ্লাস ট্যাগ ছেঁড়া হয়নি। কাঁধে লাঠি নিয়ে গ্রামে ফিরে ননির সঙ্গে দেখা করতে যায়। এখানে কানাই হাঁড়ি সেই চরিত্রে অভিনয় করছেন। গোটা পুজো মন্ডপটাই সম্বলপুরের সেই গ্রামের মত সাজানো হয়েছে।

দিন মজুর কানাই এর বাড়ি বাঘাটিতে। ননির চরিত্রে অভিনয় বিজলি হাঁড়ির।দর্শকদের আনন্দ দিতে ননি ছিঃ গান ভিডিওর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পুজো মন্ডপে। কানাই বলেন, মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি বর্তমান সময়ে একটা বাস্তব ছবি তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে। চাকরি হচ্ছে না বেকার ছেলেদের। ভবিষ্যতে কি হবে। শুধু ভালোবাসা দিয়ে সংসার চলবে কি করে সেটাই তুলে ধরা হয়েছে। ক্লাবের সম্পাদক গৌরব পাল বলেন, ননি ছিঃ এতটাই ভাইরাল হয়েছে আমরা এবার পুজোতে সেই থিমকে তুলে ধরেছি। দর্শকদের আনন্দ দেওয়াই উদ্যেশ্য।