এই মুহূর্তে জেলা

বার্ষিক অনুষ্ঠানে নজর কেড়েছে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের প্রদর্শনী কেন্দ্র।

হুগলি, ৩ ফেব্রুয়ারি:- পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিজ্ঞান, ইতিহাস,ভূগোল কিংবা অন্যান্য বিষয় নিয়ে বিশেষ ভাবনার লক্ষ্যে নজর কাড়লো স্কুলের প্রদর্শনী কেন্দ্র। রিষড়ার মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হয় শুক্রবার। বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ তৈরি করা কিংবা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে প্রাণীদের বিজ্ঞানসম্মতভাবে নিরাপত্তা কিংবা ওয়ারলেস ব্যবহারের সুবিধার পাশাপাশি ঐতিহাসিক ইতিহাস কিংবা ভূগোলের বিভিন্ন মডেল স্থান পায় এই প্রদর্শনী কেন্দ্রে।

ছাত্রদের নিপুন দক্ষতায় যে মডেলগুলি হয়ে উঠেছে অন্যতম। যার মধ্যে নজর কেড়েছে দশম শ্রেণীর ছাত্র সপ্তক মুর্মুর পরিচালনায় বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন করার মডেল। এই প্রদর্শনীতে যোগ দিয়ে খুশি ছাত্ররা। মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় সমূহের সম্পাদক স্বামী শিবেশানন্দ বলেন পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রদের অন্য বিষয় ভাবনায় পারদর্শী করায় এই প্রদর্শনীর লক্ষ্য। খুশি দর্শকরা।