এই মুহূর্তে জেলা

ছাই ভর্তি বাংলাদেশের বার্জ ডুবলো গঙ্গায়।

হুগলি, ১৮ জানুয়ারি:- থার্মলের ছাই ভর্তি বাংলাদেশের বার্জের নীচে ফুটো হয়ে ঢুকল জল। টন টন ছাই মিশল গঙ্গায়। বার্জ সারাতে সন্দেশখালী থেকে এল মিস্ত্রিরা। ঘটনাটি বাঁশবেড়িয়ার ধোপা ঘাট সংলগ্ন গঙ্গার মাঝ বরাবর। স্থানীয়দের দাবি প্রায় ৭ দিন ধরে ওই বার্জটি ঘটনাস্থলে উত্তরদিক বরাবর হেলে রয়েছে।

শনিবার চুঁচুড়া থানার পুলিশ নৌকা সোহায়োগে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ সূত্রে খবর, বার্জটি সারাতে এখনও দিন দু’য়েক সময় লাগতে পারে। যদিও পরিস্থিতিতে বাংলাদেশের বার্জ ডুবির ঘটনা নিয়ে বাড়তি উন্মাদনা সৃষ্টি হয়েছে।