এই মুহূর্তে জেলা

রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের দেহ।

হাওড়া, ৭ জানুয়ারি:- হাওড়ার রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হলো সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের দেহ। বাগনান ১নং ব্লকের অন্তর্গত বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হয় প্রায় ৪৫-৫০ কেজির ওই সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ। সোমবার ভাটা চলার সময় গ্রামের যুবকরা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ নদীর পাড়ে পড়ে আছে। খবর ছড়িয়ে পড়তেই কচ্ছপ দেখতে মানুষের ভীড় লেগে যায়। এলাকার এক পরিবেশপ্রেমী খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিককে। কিছুক্ষণের মধ্যেই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না, ইমন ধাড়ারা ঘটনাস্থলে পৌঁছান।

তারা দেহটি পর্যবেক্ষণ করে দেখেন কোনও আঘাতের চিহ্ন নেই। কয়েকদিন আগেই সম্ভবতঃ কচ্ছপটির মৃত্যু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বন বিভাগের কর্মীরা পৌঁছে কচ্ছপটির দেহ উদ্ধার করে নিয়ে যান ময়না তদন্তের জন্য। বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক জানান, এই ধরনের সামুদ্রিক কচ্ছপ হাওড়া জেলায় দেখা যায়না। মাঝে মাঝে পথ ভুলে নদীতে চলে আসে। কয়েক মাস আগে এই এলাকাতেই আমরা প্রায় ৪০ কেজির একটি অলিভ রিডলে কচ্ছপ উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় পুনরায় সমুদ্রে ফিরিয়ে দিই। কিন্তু এই কচ্ছপের প্রকৃত মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে।