এই মুহূর্তে জেলা

ট্রেনে পা বাদ চার পথ কুকুরের, শুশ্রূষার পর বসবে ফলস পা।

হুগলি, ২৭ ডিসেম্বর:- শুক্রবার সকালে ব্যান্ডেল-নৈহাটি লাইনের হুগলি ঘাট স্টেশনে ট্রেনের নীচে চারটি পা কাটা পড়ে এক পথকুকুরের। স্থানীয় টোটো চালকের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কারবালার কাছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত। ইন্দ্রজিতের উদ্যোগে তড়িঘড়ি খবর দেওয়া হয় চুঁচুড়ার পশু চিকিত্সক কুণাল চক্রবর্তীকে।

অ্যাম্বুলেন্সে চাপিয়ে চুঁচুড়া স্টেশনের কাছে কুমালবাবুর চেম্বারে নিয়ে যাওয়া হয় কুকুরটিকে। সেখানেই স্যালাইন-অক্সিজেন দিয়ে শুরু হয় ওই কুকুরের চিকিৎসা। কুনালবাবু বলেন, ঘটনায় ট্রমা আক্রান্ত হয়েছে কুকুরটি। ক্ষতস্থান মেরামতের জন্য অস্ত্রোপচার করা হবে। এরপর ফলস পা বসানোর চেষ্টা করা হবে। পশুদের নিয়ে কাজ করা স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলে তাদের হাতেই কুকুরটিকে তুলে দেওয়া হবে বলে জানান কুণালবাবু।