এই মুহূর্তে জেলা

তবলাবাদক খুনে এবার গুজরাট রওনা দিলেন হাওড়া জিআরপি।

হাওড়া, ২৬ নভেম্বর:- ট্রেনের প্রতিবন্ধী কোচে বালির তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায় খুনের ঘটনায় এবার গুজরাট রওনা হলেন হাওড়া জিআরপি’র একটি তদন্তকারী দল। জিআরপি’র পাশাপাশি সিআইডি তদন্তভার নেয় এই মামলায়। ঘটনায় গুজরাট থেকে গ্রেফতার হন রাহুল ওরফে ভোলু। গুজরাট পুলিশ তাকে গ্রেফতার করে। রাহুল ওরফে ভোলু মূলত সিরিয়াল কিলার।

ধৃতের বিরুদ্ধে আরেকটি খুনের মামলা রয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে সৌমিত্র বাবুর ফোন, টাকাপয়সা এবং তবলার সরঞ্জাম। ইতিমধ্যেই এই ঘটনায় সিআইডি ও হাওড়া জিআরপির একটি টিম গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখান থেকেই অভিযুক্ত রাহুল ওরফে ভোলুকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে কলকাতায়।