এই মুহূর্তে রাজ্য

অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নরেন্দ্র মোদি ।


অযোধ্যা , ৫ আগস্ট:- বুধবার সকালে বহুপ্রতিক্ষিত অযোধ্যায় রাম জন্মভূমিতে ভগবান শ্রী রামের মন্দিরের শিলান্যাস কর্মসূচি অনুষ্ঠিত হলো । প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেন । উত্তরপ্রদেশের রাম জন্মভূমি অযোধ্যায় ছিল সাজো সাজো রব । পুরো শহরটা সেজে উঠেছে হলুদ রঙে । প্রত্যেক বাড়িতে চলছে ভজন কীর্তন , পুরো শহর জুড়ে করা হয়েছে আলোকসজ্জা । সাজানো হয়েছে করসেবক পুরম এবং নয়া ঘাটও । এদিকে প্রধানমন্ত্রী শিলান্যাস অনুষ্ঠানের আগে হনুমানগড় গিয়ে সংকটমোচন হনুমানের পূজা দেন । এরপর প্রস্তাবিত মন্দির প্রাঙ্গণে চলে আসেন প্রধানমন্ত্রী । সেখানে তিনি একটি বৃক্ষ রোপন করেন। আধঘণ্টার ভূমি পুজন এরপর তিনি চলে যান আজকে সভাস্থলের মূলমঞ্চে ।

এদিনের ভূমি পুজো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন রামজনম ভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান নিত্য গোপাল দাস , আরএসএস প্রধান ডক্টর মোহন ভাগবত , উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল এবং উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । এই প্রস্তাবিত রাম মন্দিরের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সেই মুরলী মনোহর যোশী লালকৃষ্ণ আদভানি কল্যান সিংহ উমা ভারতী সহ এক ঝাঁক বয়স্ক নেতা বর্তমান বিশ্বজুড়ে যে করোনার আবহ চলছে তার থেকে দূরে রয়েছেন । তবে তারা যুক্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে । যেটুকু জানা গেছে এই অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর ওই স্থানে উপস্থিত হবার কথা উমা ভারতীর । অন্যদিকে এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা । কড়া নজরদারি চাদরে মুড়ে দেওয়া হয়েছে অযোধ্যা । শহর জুড়ে বহু জায়গায় ছিল ব্যারিকেড। কেবলমাত্র আমন্ত্রিত অভ্যাগত ছাড়া অন্যদের প্রবেশ এদিন নিষিদ্ধ ছিল।