এই মুহূর্তে জেলা

হাওড়ায় গ্রুপ ‘ডি’ র অবস্থান বিক্ষোভ ধর্না মঞ্চে শুভেন্দু।

হাওড়া, ১২ নভেম্বর:- বিধানসভা খুললে এবারের বিধানসভায় আলাদা করে রাজ্য গ্রুপ ডি’র জন্য মুলতবি প্রস্তাব জমা দেওয়ার কথা গ্রুপ ডি’র অবস্থান-বিক্ষোভ ধর্না মঞ্চে জানিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মুখ্য সচিব যদি ডেপুটেশন না নেন তাহলে এনাদের অনুরোধ করব অন্য কাউকে ডেপুটেশন না দেওয়ার জন্য। সিদ্ধান্ত এরা নেবেন। আমি শুধু পরামর্শ দিচ্ছি। বলেন শুভেন্দু।

তিনি আরও বলেন, আজকে এদের মুখোমুখি হতে পারবেন না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিঙে পালিয়ে গিয়েছেন। আমরা পরিকল্পনা নিয়েছি বিভিন্ন সংগঠন মিলে অরাজনৈতিক একটি পোর্টাল খোলা হবে। এর পাশাপাশি আমরা একটি লং মার্চেরও আয়োজন করছি, যেখানে দাবি তোলা হবে চাকরি দিন, নাহলে নবান্নের গদি ছাড়ুন। শুভেন্দু বলেন, আমি ধর্না মঞ্চে এসেছি আন্দোলনকারীদের লক্ষ্যকে সমর্থন জানাতে এবং তাঁদের পাশে দাঁড়াতে।