হাওড়া, ২৪ অক্টোবর:- ক্রমশ ধীরে ধীরে গতি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’। তার আগে হাওড়ার দক্ষিণ-পূর্ব রেলের শালিমার স্টেশনের রেল ইয়ার্ডে ট্রেনের চাকায় বাঁধা হলো চেন-তালা। দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা জানান, ঘূর্ণিঝড়ের দাপটে দাঁড়িয়ে থাকা বগি গড়িয়ে গিয়ে অনেক সময় ঘটার আশঙ্কা থাকে।
রেলের সম্পত্তির ক্ষতি হতে পারে। সেকারণেই বগিগুলোর চাকা চেন তালা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এর পাশাপাশি হাওড়ার সব ফেরিঘাটেও নেওয়া হয়েছে সতর্কতা। ভেসেলগুলিকে নাইলনের রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে।