হুগলি, ৯ অক্টোবর:- হুগলির ধনিয়াখালির কানানদী ব্যবসায়ী সমিতির পুজোর উদ্বোধনে আসেন হুগলীর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রচনা বলেন, এবার পুজো ছোটো হয়ে গেছে। অষ্টমী নবমী এক দিনে পরেছে। কলকাতার বাড়িতে পুজো আছে সেখানে বন্ধু বান্ধব আছে ইচ্ছা আছে তাদের সঙ্গে সময় কাটানোর।হুগলিতে আজ এসেছি। পুজোর চমক তো প্রতিমা আর প্যান্ডেলে। সাংসদ হিসাবে চেষ্টা করব মানুষের মন জয় করার সবাইকে আনন্দ দেবার। ষষ্টীতে হুগলিতে নিজের সাংসদ এলাকার কয়েকটি পুজোয় উপস্থিত থাকবেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
গত মাসে হুগলির বলাগড়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ডিভিসি কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে বলেছিলেন। বলাগড় থেকে ফেরার পথে চাষীদের থেকে ওল কিনেছিলেন। যা নিয়ে সমাজ মাধ্যমে মিম হতে সময় লাগেনি। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ কটাক্ষের সুরে বলেন, সাংসদ নিজেই বলেছেন মাসে একদিন দেখা দেবেন, তাহলে কি করে মানুষের মন জয় করবেন। কুইন্টাল কুইন্টাল জল বলে, ধোঁয়া দেখে ভুলভাল বলে শুধু হুগলির মানুষকে না গোটা রাজ্যের মানুষকে আনন্দ দিচ্ছেন।