এই মুহূর্তে জেলা

চোলাইয়ের ঠেকের বিরুদ্ধে প্রতিবাদে গ্রামের মানুষ।

হাওড়া, ১৮ অক্টোবর:- চোলাই মদের ঠেকের বিরুদ্ধে প্রতিবাদে এবার গ্রামবাসীরা। হাওড়ার রানীহাটি আমতা রোড অবরোধও করেন তাঁরা। অভিযোগ, হাওড়ার পাঁচলা থানার অন্তর্গত গাববেড়িয়াতে রমরমিয়ে চলছিল চোলাইয়ের ঠেক। এমন বেশ কয়েকটি ঠেক চলছিল বেআইনিভাবে।

অভিযোগ, সেখানেই রয়েছে একাধিক প্রাইমারি ও হাইস্কুল। এদিনের আন্দোলনে গ্রামবাসীদের সাথে নামেন স্কুল শিক্ষকরাও। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এদিন বেশ কয়েকটি চোলাইয়ের ঠেকে হামলা চালায় এলাকার মহিলারা।