এই মুহূর্তে জেলা

আলমপুরে মাল বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার মালপত্র

হাওড়া, ১৫ অক্টোবর:- ধূলাগোড় ব্রিজের কাছে হাওড়ার আলমপুরে মালবোঝাই লরিতে আগুন লেগে বিপত্তি। আলমপুর থেকে ওড়িশা যাচ্ছিল লরিটি। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। কিভাবে আগুন লাগল তা জানা যায়নি। ওই লরিতে মাজন এবং ব্রাশ সহ অন্যান্য মালপত্র মজুত ছিল। এদিন দাউ দাউ করে জ্বলে যায় লরিটি। সমস্ত মালপত্র সমেত লরিটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। প্রচুর টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এর জেরে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে ওই এলাকায়।