এই মুহূর্তে জেলা

তিলোত্তমা খুনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামলেন রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারী ও পরিবারবর্গ।

হাওড়া, ২৯ সেপ্টেম্বর:- আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিলোত্তমার খুনি ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার পথে নামলেন পশ্চিমবঙ্গ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারী ও পরিবারবর্গ। রবিবার বিকেলে হাওড়ার শিবপুর কাজীপাড়া মোড় থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্ল্যাকার্ড হাতে মৌন মিছিল করেন তাঁরা। সংস্থার রাজ্য সভাপতি তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, নির্ভয়ার বিচারের জন্য এই প্রথম আমরা পথে নেমেছি।

বর্তমান দিনে পুলিশ যে অবস্থায় সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে সেটা আগে ছিলনা। আমরা চাইও না। সেইজন্য সাধারণ মানুষের মনোবল বাড়ানো এবং যথাযথ পুলিশ আইন কার্যকর হওয়ার দাবির পাশাপাশি যে ডাক্তার নৃশংসভাবে খুন হয়েছিল তাঁর পরিবারের প্রতি সহানুভুতি জানিয়ে আজকের এই মিছিল করা হয়েছে।