এই মুহূর্তে জেলা

বন্যা কবলিত হুগলিতে সাপের আতঙ্ক! এক সপ্তাহে ৩৯ জনকে সাপের কামর।


হুগলি, ২৪ সেপ্টেম্বর:- বন্যার জলে প্লাবিত হয়েছে হুগলির সাত আটটি ব্লক। আরামবাগের খানাকুল পুরশুড়ার গোঘাটের পাশাপাশি তারকেশ্বর জাঙ্গীপাড়া বলাগড়ের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। আর সেই জলের সঙ্গে বাড়িতে ঢুকেছে সাপ। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে গত এক সপ্তাহে ৩৯ জনকে সাপে কামরেছে। বলাগড় ব্লকে সাতজনকে কামরায় তারা জিরাট আহমেদপুর হাসপাতালে চিকিৎসা করান। বন্যার জল নামতে শুরু করলেও সাপের আতঙ্ক গ্রাস করেছে গ্রামাঞ্চলে। বলাগড় ব্লকের বিএমওএইচ জয়দীপ বড়ুয়া বলেন, দুর্যোগের সময় সাত জনকে সাপে কামরায়। তারা প্রত্যেকেই ভালো আছেন। জল নামতে শুরু করেছে। সব জায়গা ব্লিচিং দেওয়া হচ্ছে।

অন্যদিকে পোলবা বিডিও অফিসে চৌহদ্দির মধ্যে থাকা কৃষি দপ্তরের একটি পরিত্যক্ত ঘরের ছাদে একজন কর্মি গোখরো সাপের ১৬ টি ডিম দেখতে পান জঙ্গল পরিষ্কার করতে গিয়ে। কাশিনাথ ধারা জানান, তিনি জঙ্গল পরিষ্কার করছিলেন ছাদে উঠে। তখন দেখতে পান একটি গোখরো সাপ কুন্ডলী পাকিয়ে বসে আছে। কাছে যেতেই ফোঁসফোঁস করতে থাকে। এরপর খবর দেওয়া হয় সর্প উদ্ধারকারী অরিন্দম চক্রবর্তীকে। তিনি এসে ষোলোটি ডিম উদ্ধার করেন। অরিন্দম জানান, বন দপ্তরে চিঠি করে ডিম গুলো ফোটানোর ব্যবস্থা করব। ডিম ফুটে সাপের জন্ম হলে সেগুলোকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।