এই মুহূর্তে জেলা

নবান্নের অদূরেই ফাঁকা গৃহস্থের বাড়িতে দু:সাহসিক চুরি, অনুমান প্রায় ১০-১২ লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়।


হাওড়া, ২২ সেপ্টেম্বর:- রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের ঢিলছোঁড়া দূরত্বেই হাওড়ার শিবপুরের অম্বিকা ঘোষাল লেনে এবার ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। শনিবার ওই ঘটনা জানাজানি হয়। হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে আসে। রবিবার সকালেও তদন্তে আসে পুলিশ। এই চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গেছে সোনার গয়না, নগদ টাকা-পয়সা, ঠাকুরের কষ্টিপাথরের দুষ্প্রাপ্য মূর্তি, পিতল-কাঁসার বাসনপত্র সহ ঘরের যাবতীয় জিনিসপত্র চুরি হয়।

অনুমান চুরির পরিমাণ প্রায় ১০-১২ লক্ষ টাকা। পরিবারের গৃহকর্তা প্রবীর মুখার্জি সস্ত্রীক গিয়েছিলেন চেন্নাইয়ে তাঁর ছেলের বাড়িতে। গত প্রায় ৩ মাস ধরে তাঁরা সেখানেই ছিলেন। মাঝেমধ্যে হাওড়ার বাড়িতে এসে বন্ধ থাকা ঘরদোর দেখভাল করে যেতেন প্রবীরবাবুর মেয়ে-জামাই। রবিবারই চেন্নাই থেকে প্রবীরবাবুর হাওড়ার বাড়ি ফেরার কথা ছিল। তার একদিন আগেই এই দুঃসাহসিক চুরির ঘটনা জানাজানি হয়। এই ঘটনায় হতবাক গৃহকর্তার মেয়ে-জামাই সহ প্রতিবেশীরাও।