এই মুহূর্তে জেলা

সোশ্যাল মিডিয়ায় মালদার সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে এক জ্যোতিষীর বিরুদ্ধে।

 

মালদা,১৬ এপ্রিল:- করোণা মোকাবিলায় ডাক্তার , নার্স, স্বাস্থ্যকর্মী , পুলিশের পাশাপাশি রাস্তায় নেমে একযোগে কাজ করে চলেছেন সাংবাদিকেরা । কিন্তু এই পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় মালদার সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে এক জ্যোতিষীর বিরুদ্ধে ।পুরো ঘটনায় প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার পুলিশ সুপারের কাছে অভিযুক্ত জ্যোতিষীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন মালদা সাংবাদিকেরা।  পুরো বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সাংবাদিকদের। করোনা মোকাবিলায় দেশজুড়ে যেভাবে স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স , পুলিশ সাফাই কর্মী থেকে শুরু করে অন্যান্য সরকারি কর্মীরা কাজ করে চলেছেন। ঠিক তার অন্যদিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকেরাও নিজেদের জীবন বিপন্ন করে সাধারণ মানুষের কাছে করোনা পরিস্থিতি প্রতিমুহূর্তের ছবি ও খবর তুলে ধরছেন। এই অবস্থায় শহরের স্বনামধন্য এক জ্যোতিষী তার নিজস্ব ফেসবুক পেজে অশালীন এবং কুরুচিকর মন্তব্যে শোরগোল পড়েছে । অসন্তোষ ছড়িয়েছে বিভিন্ন মহলেও। মালদা জেলা সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারক পত্র পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের নিয়ে কুরুচিকর মন্তব্য যে জ্যোতিষী করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.