এই মুহূর্তে জেলা

বিচারের দাবিতে মশাল মিছিল কোন্নগরে তৃণমূলের।


হুগলি, ৮ সেপ্টেম্বর:- জাস্টিস ফর আরজি কর এর পর পাশাপাশি এবার স্বর উঠলো জাস্টিস ফর কোন্নগর।আর এবার প্রতিবাদে পথে নামলো কয়েক হাজার সাধারণ মানুষ। করো হাতে মোমবাতি আবার করো হাতে মোবাইলের ফ্ল্যাশ। আবার সাথে মশাল মিছিল। গত পরশু কোন্নগরের তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের আর জি কর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। বিক্রমের মা বুকফাটা কান্নায় দাবি জানিয়েছিল ডাক্তার দের কর্মবিরতি আন্দোলনের জন্য আর কত মায়ের কোল খালি হবে? তার ছেলে যেভাবে তার চোখের সামনে কাতরাতে কাতরাতে মৃত্যু বরণ করলো, তার বহু কাকুতি মিনতির পরেও হাসপাতালে কোনো ডাক্তার তার ছেলের চিকিৎসার জন্য এগিয়ে না এসেই তাদের কর্মবিরতি আর আন্দোলন চালিয়ে গেছে। আর সেই ঘটনায় এক সন্তানহারা মা দাবি জানিয়েছিল যে তার ছেলের মৃত্যুর যেনো বিচার হয়।

আর কোন্নগরের বিক্রমের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় যখন সকলে প্রতিবাদ শুরু করেছে ঠিক তখনই আবার বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনার কথা সামনে এসেছে রিশরায়।সেখানেও রাজীব বিশ্বাস বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করে এস এস কে এম হাসপাতালে।এই ঘটনার পরে বিনাচিকিৎসায় মৃত্যুর ঘটনায় প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়তে থাকে সর্বত্র।প্রতিবাদের ঝড় ওঠে সোস্যাল মিডিয়ায়। এই বিনাচিকিৎসায় মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে আর বিচার চেয়ে দাবি জানতে শুরু করে সাধারণ মানুষ। এরপরেই ভাইরাল হতে থাকে জাস্টিস ফর কোন্নগর দাবি। এবার শুরু হলো মশাল মিছিল।