এই মুহূর্তে জেলা

অরাজনৈতিকভাবে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আগামী দিনে কালীঘাট, নবান্ন এবং লালবাজার অভিযানের হুঁশিয়ারি শুভেন্দুর

হাওড়া, ২৮ আগস্ট:- “জনগণ জেগেছে। এদের পালাতে হবে। পশ্চিমবঙ্গের তৃণমূল পুলিশ-নির্ভর হয়ে গেছে। এগুলো করে আটকানো যাবেনা। যেমন নবান্ন অভিযানে বেড়া করে প্রাচীর করেও মানুষকে আটকানো যায়নি। আগামী দিনেও অরাজনৈতিকভাবে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে কালীঘাট, নবান্ন এবং লালবাজার অভিযান হবে। জনগণ যা চায় তাই হবে।” বুধবার সন্ধ্যায় হাওড়ায় বললেন শুভেন্দু। নবান্ন অভিযানে আহতদের দেখতে এদিন হাওড়ার এক বেসরকারি হাসপাতালে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, আহতদের মেডিকেল সাপোর্ট লিগ্যাল সাপোর্ট সহ সবরকম সাপোর্ট আমরা দেব। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা নেই বলে এবং পুলিশ একটা চোখ বন্ধ করে রাখে বলেই এটা ঘটেছে। যেভাবে সায়ন লাহিড়ী সহ ৭০ জনকে ধরপাকড় করে রিমান্ডে নেওয়া হয়েছে এদিন তারও সমালোচনা করেন শুভেন্দু।