এই মুহূর্তে জেলা

মানুষকে পথে নেমেই প্রতিবাদ করতে হবে, চুঁচুড়ায় এসে দাবি অম্বিকেশের।

হুগলি, ২৬ আগস্ট:- আরজি করের বিচার চেয়ে চুঁচুড়া ঘড়ির মোরে সচেতন নাগরিক মঞ্চের অবস্থান মঞ্চে আজ সন্ধায় উপস্থিত হন কার্টুন কান্ডে পরিচিত অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। আরজি করের ঘটনায় সুপ্রিম কোর্ট মামলা নিয়েছে। সিবিআই তদন্ত করছে।তাও আন্দোলন থামছে না। অম্বিকেশ বলেন, একজন সাধারন নাগরিক একজন শিক্ষক হিসাবে বলতে পারি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব সময় প্রভাবশালী ও বিত্তশালীদের দ্বারা প্রভাবিত হয়। কলকাতা হেয়ার স্ট্রিট থানায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হয়েছিল। অভিযোগ হওয়ার পর চার্জ সিটে লেখা হচ্ছে অম্বিকেশ মহাপাত্র ফেরার যেটা সম্পূর্ণ মিথ্যা ছিল। চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহাপাত্র নামটা জানতেন।

সেই চার্জশীটের উপর ভিত্তি করে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়। অতএব আমি বলব বিচার ব্যবস্থা কি নিরপেক্ষ? আমি বলব না।প্রভাবিত।এবার কে কেমন ভাবে প্রভাব বিস্তার করছে সেটা আলাদা কথা। এই রাজ্যে যা চলছে তা সংবিধান মেনে চলছে না। সবটাই মাননীয়ার ইচ্ছায়। প্রশাসন সরকার বিচার ব্যবস্থার উপর ভরসা না থাকলে রাস্তায় নামতে হবে। বিচারক পুলিশের বড় কর্তারা সব সময় স্থিতাবস্থা বজায় রাখতে চান।যারা চাকরি করি তাদের ভয় থাকে যাদি চাকরি চলে যায়।আমি কি অন্যায়ের প্রতিবাদ করব! স্কুল পড়ুয়ারা যখন রাস্তায় নেমেছে তখন ফতোয়া যাচ্ছে। লালবাজার থেকে সমন যাচ্ছে।যারা চাকরিজীবী নন সম্মান বজায় রেখে খেটে খাওয়া মানুষ তারাই রাস্তায় নামেন।