হুগলি, ২৮ জুলাই:- মহানাদ অঞ্চল বিজেপির যুব মোর্চার সহ সভাপতি অভিজিৎ মজুমদারকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করার প্রতিবাদে পোলবা থানার সামনে বিক্ষোভ ও বেশ কিছুক্ষণ পথ অবরোধ করল বিজেপি। নেতৃত্বে ছিলেন দলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার। এ দিন মিছিল করে থানার সামনে এসে বিজেপি কর্মী সমর্থকেরা। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। থানার সামনে দাঁড়িয়েই অভিজিৎকে ৩০৭ ধারা দেওয়ার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন তাঁরা।
এরপর ৩৯ নম্বর রুট আটকে কর্মসূচি চালানো হয়। ফলে প্রায় আধ ঘন্টা ওই রাস্তায় যানচলাচল ব্যাহত হয়। তুষার মজুমদার বলেন, গত বৃহস্পতিবার তৃণমূলের কয়েকজনের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয় অভিজিতের। কোনওরকম মারধরের ঘটনাই ঘটেনি। অথচ সেই ঘটনাতেই পুলিশ ৩০৭ (খুনের চেষ্টা) ধারায় মামলা রুজু করে অভিজিৎকে গ্রেফতার করেছে। আগামী ৩ তারিখ আদালতে তোলার কথা অভিজিৎকে। সে দিন জামিন না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তুষার।