কলকাতা, ২৪ জুলাই:- রাজ্যে নারী নির্যাতনের ঘটনার বাড়বাড়ন্তর অভিযোগ তুলে বিধানসভায় বিরোধী বিজেপির প্রতিবাদকে কেন্দ্র করে আজকের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির মহিলা সদস্যরা নারী নির্যাতন সংক্রান্ত মুলতুবি প্রস্তাব এনে তার ওপর আলোচনার দাবি জানান। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের প্রস্তাবটি পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি মেনে নেননি। তার প্রতিবাদে বিজেপি সদস্যরা বিধানসভার ভেতরে সরব হন। বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বলেন আইন-শৃঙ্খলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এরাজ্যে বিধানসভায় তা নিয়ে আলোচনা করার কোন সুযোগ হয় না। কারণ সাম্প্রতিককালে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা হয় না। চলতি বছরে বাজেট অধিবেশনের শুরুতে প্রথামাফিক রাজ্যপালের অভিভাষন হয়নি।
মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীও স্বরাষ্ট্র দপ্তরের প্রশ্ন নেননা। সেক্ষেত্রে বিরোধীরা তাদের বক্তব্য রাখার সুযোগ কখন পাবে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। জবাবে রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন এ রাজ্যে আইন শৃঙ্খলা সামগ্রিক অবস্থা যথেষ্ট ভালো। রাজ্যের নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার আগে সক্রিয় হন। সংবিধান অনুযায়ী আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়। অথচ নতুন ফৌজদারি আইন সংহিতার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছ থেকে তা কেড়ে নেওয়ার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন। এদিকে মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষের ভূমিকার সমালোচনা করে বিরোধীরা সভা কক্ষের ভেতরে স্লোগান দিতে থাকেন অধিবেশনের প্রথমার্ধ জুড়ে তাদের এই বিক্ষোভ প্রদর্শন চলে।