হাওড়া, ২৩ জুলাই:- ডোমজুড়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি-কাণ্ডে বিহার থেকে ট্রানজিট রিমান্ডে মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হলো ধৃত মণীশ মাহাতো ওরফে ‘মানিয়া’ এবং বিকাশ ঝা’কে। গত ১১ই জুন হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বিহার এসটিএফ এক মহিলা সহ মোট ৫ জনকে গ্রেফতার করে।
মঙ্গলবার দুপুরে হাওড়া আদালতে মণীশ মাহাতো এবং বিকাশ ঝা’কে তোলা হয়। পুলিশ সূত্রের খবর, বিহারের সাহারসা’র বিচারবিভাগীয় হেফাজত থেকে এদিন এদের হাওড়ার মুখ্য বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়। আদালত ধৃতদের বিরুদ্ধে ১০ দিনের জেল হেফাজতের আদেশ দিয়েছে।