এই মুহূর্তে জেলা

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা গুরাপে, মৃত দুই আহত তিন।

হুগলি, ৭ জুলাই:- চার চাকা গাড়ি করে বর্ধমান থেকে কলকাতা যাওয়ার পথে গুরাপের বসিপুরে দুর্ঘটনা,মৃত দুই আহত তিন।সকলকেই বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পরা চার চাকা গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ক্রেনের সাহায্যে উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকালে রথযাত্রা উপলক্ষে নো এন্ট্রি চলছিল। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে যান নিয়ন্ত্রণ করা হচ্ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল লরি।

একটি চার চাকা গাড়ি বর্ধমান থেকে কলকাতা যাওয়ার সময় হুগলির গুরাপের বসিপুর এলাকায় একটি দাঁড়িয়ে থাকা লরিতে পিছনে সজোরে ধাক্কা মারে। নিয়ন্ত্রন হারিয়ে চারচাকা গাড়িটি লরির তলায় ঢুকে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।গাড়িতে চালক সহ পাঁচ জন ছিলেন। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মৃত ও আহত দের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।