এই মুহূর্তে জেলা

সাঁওতাল বিদ্রোহের আট বীর শহীদের মূর্তি উন্মোচন পান্ডুয়ায়।

হুগলি ,২১ জুন:- পান্ডুয়া গোপালনগর সিধু কানু জাহের থান খেরওয়াল গাঁওতার পরিচালনায় ভারত যাকাত মাঝি পরগনা মহলের সহযোগিতায় দমদমা ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহের আট জন বীর শহীদ নেতাদের মূর্তি উন্মোচ ন হল। এই দিনের এই পূর্ণ মূর্তি উন্মোচন করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিল ধনেখালির বিধায়ক অসীমা পাত্র সহ পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মদক্ষরা। এদিন বৈকাল চারটে নাগাদ দমদমা ফুটবল ময়দানে এসে পৌঁছান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

ধামসা মাদল আদিবাসী নৃত্য সহকারে তাকে মূল মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ব্যাচ পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন রামেশ্বরপুর গোপালনগর এবং বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। তারপরে তিনি ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় সাঁওতাল বিদ্রোহের বীর শহীদ নেতা সিধু, কানু মুর্ম, চাঁদ ও ভৈরব, ফুলো ও ঝানো মুর্মু,তিলকা মাঝি ও বিরসা মুন্ডা পূর্ণমূর্তি উন্মোচন করেন সাংসদ ফিতে কেটে এবং মালা পরিয়ে সম্মান জ্ঞাপন করেন শহীদদের মূর্তিতে। অনুষ্ঠান শেষে প্রসঙ্গে ভারত যাকাত মাঝি পরগনা মহলের রাজ্য কমিটির নেতা রাজেন্দ্রনাথ মূর্মু জানান,,,