হুগলি, ১৪ জুন:- বৈদ্যবাটির মানিক ঘোষের বাগান এলাকার ভাড়া থাকতেন হাওড়ার মাকরদহের দীপঙ্কর কুন্ডু। তাকে খুন করা হয় বলে অভিযোগ। যুবকের স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল প্রতিবেশি যুবক প্রসেনজিৎ মাজি ওরফে রিজুর সঙ্গে। জানা গেছে, গত ৬ জু্ন দীপঙ্কর তার স্ত্রীকে নিয়ে দীঘা বেড়াতে যায়।তার সঙ্গে সম্পর্ক আবার স্বামীর সঙ্গে দীঘা বেড়াতে যাওয়া মেনে নিতে পারেনি। সম্ভবত সেই কারনে দীপঙ্করকে খুনের পরিকল্পনা করে রিজু। খুনের পিছনে আর কি কারন তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। দীপঙ্কর হাওড়ায় সিকিউরিটি গার্ডের কাজ করতেন।
মাঝেমধ্যে বৈদ্যবাটির ভাড়া বাড়িতে স্ত্রী ছেলের কাছে ফিরতেন।সেই সুযোগে স্ত্রী জ্যোতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে প্রতিবেশী যুবক রিজু। তাদের সম্পর্কের কথা জানত দীপঙ্কর ও তার পারিবার। এনিয়ে দুজনের অশান্তিও হয়েছে। ঘটনার পর থেকে অভিযু্ক্ত পলাতক ছিল। আজ বারোটা নাগাদ শ্রীরামপুর থেকে তাকে গ্রেফতার করে শ্রীরামপুর থানার পুলিশ। ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।