কলকাতা, ৭ জুন:- নতুন সরকার গঠনের পর্ব শেষ হলেই রাজ্যের বকেয়া নিয়ে ফের কেন্দ্রের উপরে চাপ বাড়াবে রাজ্য সরকার। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ রাজ্যের বিভিন্ন প্রকল্পে বকেয়া টাকা চেয়ে কেন্দ্রের নতুন সরকারকে আবারো চিঠি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ডাক্তারের আধিকারিকদের কাছে বকেয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য তলব করেছেন। জানা গেছে রবিবার নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই পরের সপ্তাহে মুখ্যমন্ত্রী নিজেই নতুন করে এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন।
এবার গত দুবারের তুলনায় অনেক কম শক্তি নিয়ে কেন্দ্রে ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ। অন্যদিকে রাজ্যে তাৎপর্যপূর্ণ ভাবে শক্তি বেড়েছে তৃণমূলের। গোটা দেশেও বিপুল শক্তি সঞ্চয় করেছে বিরোধী জোট ইন্ডিয়া। ফলে এখন রাজ্যের দাবি থেকে মুখ ফিরিয়ে রাখা কেন্দ্রীয় সরকারের পক্ষে আর অতটা সহজ হবে না বলে মনে করছেন রাজ্যের কর্তারা। তাই প্রথম থেকেই পূর্ণ শক্তিতে রাজ্যের দাবি আদায়ে ঝাঁপানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই প্রক্রিয়ার কাজ না হলে শীঘ্রই বড় মাপের আন্দোলন কর্মসূচি শুরু করার পরিকল্পনাও নেওয়া হবে বলে খবর।