কলকাতা, ২৪ মে:- ভোট পরবর্তী হিংসা সামাল দিতে নির্বাচনের পরেও রাজ্যে থাকবে ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গত বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে হিংসার ঘটনায় ৬০ জনেরও বেশি বিরোধী কর্মী নিহত হয়েছেন। শতাধিক আহত হয়েছেন। এর থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিল এবার নির্বাচন কমিশন। নির্বাচনের পরেও বাংলায় ৩২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে এই লোকসভা নির্বাচনের পরে রাজ্যে হিংসার সম্ভাবনা রয়েছে। রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দিলেই সংঘর্ষ শুরু হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
সূত্রের খবর, ৪ঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে, প্রায় ৩০ দিনের জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে CISF, CRPF, BSF এবং SSB সহ কেন্দ্রীয় বাহিনীর 320 টি কোম্পানি রাজ্যের নির্বাচিত এলাকায় মোতায়েন করা হবে। সিআইএসএফ অফিসার বলেন, পরিস্থিতির উপর নির্ভর করে বাহিনীকে ৩০ দিনের বেশি রাখা যেতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও এই তথ্য জানানো হয়েছে। ইতিহাসের থেকে শিক্ষা নিয়েই দেশের জাতীয় নির্বাচন কমিশন এবার এই সিদ্ধান্ত নিয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।