এই মুহূর্তে কলকাতা

রিমেলের ধাক্কা সামলাতে প্রস্তুতি শুরু প্রশাসনের।

কলকাতা, ২৪ মে:- আসন্ন ঘূর্ণিঝড় রিমেলের ধাক্কা সামলাতে সকাল থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য প্রশাসন। কেন্দ্রীয় কেবিনেট সচিব রাজীব গৌবা পশ্চিমবঙ্গ ও ওড়িশা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে সতর্কতা মূলক নির্দেশিকা পাঠানো হয়েছে। তার আগে রাজ্য সরকারের তরফ থেকে নবান্নে বিশেষ কন্ট্রোল রুমের দায়িত্ব নিয়েছে সিনিয়র আই এ এস আধিকারিকরা। বৃহস্পতি বার ডব্লিউবিসিএস আধিকারিকদের নিয়ে এই বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করেছেন জেলা শাসকরা। রাজ্যের উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে বাংলাদেশগামী ওয়েল ট্যাংকারের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে শুরু হয়েছে মাইকিং। মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হচ্ছে। পর্যটকদেরও শনিবার সকাল থেকে এলাকা খালি করতে বলা হয়েছে। ধীরে নেওয়া হচ্ছে রবিবার মধ্যরাতে আছড়ে পড়বে রেমাল। নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম জুড়ে তুমুল সতর্কতা। সাধারণ যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলে হট লাইনের মাধ্যমে যাতে যোগাযোগ রাখা যায় তার ব্যবস্থাও করে হয়েছে।