এই মুহূর্তে জেলা

হাওড়ার সাঁকরাইলে কটন মিলে বিধ্বংসী আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা।

হাওড়া, ২৪ মে:- হাওড়ার সাঁকরাইলে কটন মিলে বিধ্বংসী আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা। শুক্রবার সন্ধ্যে নাগাদ কান্দুয়া সন্ধিপুরের কাছে ওই কটন মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যে নাগাদ আগুন দেখা যায়।

ওই কারখানাটিতে যেহেতু তুলো মজুত করা ছিল দাহ্য বস্তু থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুন লাগলো তা জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে।