প্রদীপ সাঁতরা ,১১ এপ্রিল:- এন ৯৫ মাস্ক নয়। শনিবার সকাল ১১টা নাগাদ ভিডিও কনফারেন্সিং–এর মাধ্যমে হওয়া প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রীদের বৈঠকে মোদি, মমতা, উদ্ধব ঠাকরে,কেজরিওয়াল, সবাইকেই দেখা গেল ঘরে তৈরি মাস্ক পরেই বৈঠক করতে। প্রধানমন্ত্রী সব মুখ্যমন্ত্রীদেরই আশ্বস্ত করেন এই বলে যে, ‘আমায় ২৪ ঘণ্টা, অষ্টপ্রহরই প্রস্তুত পাবেন। যে কোনও মুখ্যমন্ত্রী কোভিড–১৯ নিয়ে আমায় যে কোনও সময়ে যা কিছু জিজ্ঞেস করতে পারেন বা পরামর্শ দিতে পারেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলব।’
প্রধানমন্ত্রী সব মুখ্যমন্ত্রীদের কাছে জানতে চান, তিন সপ্তাহের লকডাউন মঙ্গলবার তোলা সম্ভব কিনা। বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীরাই লকডাউন বাড়ানোর পক্ষেই মত দিয়েছেন। যদিও ওডিশা এবং পাঞ্জাব অবশ্য আগেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিয়েছে। বৈঠকের আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দেশের সাম্প্রতিক কোভিড–১৯ পরিস্থিতি নিয়ে একটা প্রেজেনটেশন দেয়।গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু হওয়ায় কোভিড–১৯ এ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৯জন। গত ২৪ ঘণ্টায় ১০৩৫ জনের শরীরে কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছে। ফলে এপর্যন্ত দেশে মোট আক্রান্ত ৭৪৪৭জন। তাঁদের মধ্যে আক্রান্ত ৬৫৬৫জন। সুস্থ হয়েছেন ৬৪৩জন।