এই মুহূর্তে জেলা

তৃণমূলের যোগদান কর্মসুচিকে নিয়ে ধুন্দুমার পান্ডুয়ায়।

হুগলি , ২৭ ডিসেম্বর:- তৃণমূলের যোগদান কর্মসুচিকে নিয়ে ধুন্দুমার পান্ডুয়ায়। রবিবার পান্ডুয়ায় সিপিএম ও বিজেপি থেকে প্রায় ৫হাজার মানুষের তৃণমূলে যোগদানের কথা ছিলো। যাদের মধ্যে সিংহভাগই মহিলা। উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র, দলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব, পান্ডুয়া ব্লক তৃণমূলের সভাপতি অসিত চ্যাটার্জী সহ অন্যান্যরা। এখানে প্রায় হাজারখানেক মহিলা রাখী শ্রমিকও ছিলেন। সেখানেই শ্রাবনী চ্যাটার্জী নামে এক মহিলা সাংবাদিকদের সামনে বিষ্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন আমি জানতাম এখানে রাখি শ্রমিকদের জন্য কার্ড দেওয়া হবে। যে কার্ডে বিশেষ রেশন মিলবে। কিন্তু এখানে এসে দেখছি তৃণমূলে যোগদান চলছে। আমি তো যোগদান করতে আসিনি। এই বক্তব্যের পরই সাংবাদিকদের সামনেই শ্রাবনীদেবীর সাথে বচসায় জড়িয়ে পরেন তৃণমূল ব্রিগেড।

উত্তেজিত তৃণমূল ব্রিগেডের ভিড়ে ক্যামেরা থেকে হারিয়ে যান শ্রাবনী দেবী। পরে তাঁকে পান্ডুয়া থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টিকে ঢাকতে ময়দানে নামেন তৃণমূলের রাজ্য কোর কমিটির সদস্য ওমপ্রকাশ মিশ্র। তিনি বলেন সকলেরই কিছু আশা থাকে। এখানে প্রায় হাজার খানেক রাখি শ্রমিক এসেছেন। তাঁদের মধ্যে থেকে জনৈক শ্রাবনী চ্যাটার্জী ভেবেছেন তাঁদেরকে রাখি শ্রমিকের কার্ড দেওয়া হবে। সেটা ঠিক নয়, কার্ড “দুয়ারে সরকার” কর্মসুচীতে দেওয়া হবে। পান্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি অসিত চ্যাটার্জী আরও একধাপ এগিয়ে বলেন শ্রাবনী দেবী বিজেপি কর্মী। এটা বিজেপির চাল। তবে এবিষয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি সুরেশ মিশ্র বলেন ভোটের মুখে তৃণমূল যোগদান পর্ব যে পুরো ভূয়ো আজ তা প্রকাশ্যে এসেছে।