মালদা, ২৮ এপ্রিল:- আগামী ৭ ই মে মঙ্গলবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। এবারে দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মালদার মানিকচকে ভোট প্রচারে এলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের মহিলা সংগঠনের ডাকে এদিন মানিকচকের মথুরাপুর বাসস্ট্যান্ডে দলীয় প্রার্থীর সমর্থনে এই নির্বাচনী সভা আয়োজিত হয়।
এদিনের সভায় বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোচ্চার হওয়ার পাশাপাশি পাশাপাশি দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মহিলা তৃণমূলের সহ সভানেত্রী তথা মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, ব্লক সভানেত্রী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।