এই মুহূর্তে জেলা

বস্ত্র বাজারে গিয়ে ভোট প্রচারে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়।

কৃষ্ণনগর, ২১ এপ্রিল:- গ্রীষ্মের দাবোদহে নাজেহাল রাজ্যবাসী। প্রখর রৌদ্রে নাভিশ্বাস উঠছে মানুষের। তবে ভোট প্রচারে এতটুকু খামতি রাখতে চাইছেননা রাজনৈতিক দলগুলির প্রার্থীরা। তাপপ্রবাহ থেকে বাঁচতে রবিবাসরীয় ভোটপ্রচারে সকাল সকাল মাঠে নেমে পড়েছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়।

এদিন নদীয়ার কৃষ্ণনগরের বস্ত্র বাজারে গিয়ে ভোটভিক্ষা করতে দেখা গেল অমৃতা রায় কে। একাধিক বিজেপি কর্মীসমর্থক দের সাথে নিয়ে ভোট প্রচার সারলেল রাজবধূ অমৃতা রায়। যেহুতু বস্ত্রবাজারে একাধিক মানুষের সমাগম হয় তাই সেই সুযোগ কে কাজে লাগিয়েই ভোট প্রচারে অমৃতা রায়।