রিষড়ায় রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তার বেষ্টনী। আধা সামরিক বাহিনী চন্দননগর পুলিশ র্যাফ পাহারায় একের পর এক শোভাযাত্রা এগিয়ে চলে রিষড়া থেকে শ্রীরামপুরের দিকে। রিষড়ার বিভিন্ন এলাকা থেকে ছোটো ছোটো শোভাযাত্রা মিলিত হয়ে সন্ধা বাজার হয়ে জিটি রোড দিয়ে ব্যান্ড পার্টি বক্স তাসার তালে এগোতে থাকে। নজির বিহীন ভাবে দেখা যায় প্রতিটি শোভাযাত্রায় পুলিশ পাহারা থাকে।
রিষড়া সন্ধা বাজার মৈত্রী পথ ওয়েলিংটন জুটমিলের সামনে জামা মসজিদের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। জিটি রোড সংযোগকারী রাস্তা ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়। প্রতিটি ব্যারিকেডে পুলিশ থাকে। নির্বাচন উপলক্ষে আগে থেকে চলে আসা আধা সামরিক বাহিনীকেও কাজে লাগানো হয়। হাইকোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষ রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দেয় পুলিশ। নজরদারীর জন্য টাওয়ার তৈরী করে হয়েছে। ক্যামেরা, পুলিশের বডি ক্যামেরা, সিসিটিভি প্রতিটি শোভাযাত্রায় তিনটে করে ড্রোনে চালানো হয় নজরদারী।