হুগলি, ১৩ এপ্রিল:- ১৩ এপ্রিল বিকালে হুগলীর পাণ্ডুয়া স্টেশন থেকে মেলাতলা হয়ে মুকুল সিনেমাতলা পর্যন্ত মিছিল করলো সিপিআই (এম এল) লিবারেশন। দেশ, সংবিধান, গণতন্ত্র ও নাগরিকত্ব বাঁচাতে, দেশের অন্নদাতা কৃষকদের সর্বস্বান্ত করার চক্রান্তের প্রতিবাদে এবং চোর ধরার নাম করে গ্রামীণ শ্রমজীবি মানুষের ১০০ দিনের কাজের দীর্ঘদিনের পারিশ্রমিক আটকে রাখার জবাব দিতে আসন্ন লোকসভা নির্বাচনে ‘বিজেপিকে হারাও’ ডাক দিয়ে এই মিছিলে দলিত, আদিবাসী ক্ষেতমজুর ও মহিলারা ছিলেন অগ্রণী ভূমিকায়।
মিছিলের নেতৃত্ব দেন পার্টির কৃষক নেতা ও পাণ্ডুয়া ব্লক কমিটির সম্পাদক কমরেড মুকুল কুমার, ক্ষেতমজুর সংগঠনের নেতা নিরঞ্জন বাগ, আনারুল শেখ, দলের কেন্দ্রীয় কমিটির সদস্যা কমরেড চৈতালী সেন, রাজ্য কমিটির সদস্য কমরেড সজল অধিকারী ও জেলা সম্পাদক প্রবীর হালদার সহ অন্যান্য নেতাকর্মীরা।