হুগলি, ৬ এপ্রিল:- গুড়াপে প্রচারে বেরিয়ে আদিবাসীদের সঙ্গে নাচলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়ায় মন্দিরে পুজো দিয়ে বাইকে চেপে জনসংযোগ লকেট চট্টোপাধ্যায়ের। শনিবার হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ধনিয়াখালি বিধানসভার গুরাপে ভোট প্রচারে অংশ নেন। গুরাপ শীতলাতলা পূজো দেন। সেখানে শীতলা মন্দির এর কাছে আদিবাসী মহিলাদের সঙ্গে নিত্য পরিবেশন করেন। বীরপুরে জনসংযোগ করেন।
তৃনমূলের তারকা প্রার্থীকে দেখতে ভীর জমে।নাচের ফাঁকে সেলফি তোলেন আদিবাসী রমনীরা। রচনা বলেন, প্রত্যেকদিন অভিজ্ঞতা হচ্ছে। মানুষের এত ভালবাসা পাচ্ছি আমার কোন ভাষা নেই। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় আজ পান্ডুয়া বিধানসভার এলাকায় প্রচারে যান। পাণ্ডুয়ার মা সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেন। এরপর শিখিরা চাপতা পঞ্চায়েতে গ্রামে গ্রামে কখনো বাইকে চেপে কখনো পায়ে হেঁটে জনসংযোগ করেন।