হাওড়া,৯ এপ্রিল:- সুজিত দত্ত। পেশায় তিনি ব্যাঙ্ককর্মী। প্রতি বছর ৯ এপ্রিল দিনটা তিনি ঘটা করে নিজের জন্মদিন সেলিব্রেট করেন। পরিবার নিয়ে বাইরে বেড়াতে চলে যান। কিন্তু এবার লকডাউন পরিস্থিতিতে তিনিও কার্যত পরিবার নিয়ে ঘরবন্দি। এবার তাই স্থির করেন জন্মদিনের অনুষ্ঠানের যাবতীয় খরচ বাঁচিয়ে গরিব কিছু পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেবেন। সুজিতবাবুর নিজের হাতে গড়া স্বনির্ভর গোষ্ঠীর অধীনে প্রায় শতাধিক মহিলা যুক্ত রয়েছেন। এদের অর্থনৈতিক অবস্থা তেমন নয়। তাই এবারের জন্মদিনের সকালে এদের হাতেই তিনি তুলে দেন খাদ্যসামগ্রী। সুজিতবাবু বলেন, করোনা সংক্রামণের চিন্তার সঙ্গে আর একটা চিন্তা মাথায় দানা বেঁধে চলেছে তা হলো সমাজের বহু মানুষ যারা দিন আনে দিন খায় তাদের নিয়ে। এই লকডাউনের ফলে সমস্ত কাজ অনেকের বন্ধ হয়ে গেছে। এরা কীভাবে খাবার জোগাড় করছে। আমার হাতে তৈরী ১৫টি সেলফ হেল্প গ্রুপ আছে, যার সদস্যা সংখ্যা প্রায় ১৫৪ জন। এরা একপ্রকার অামার পরিবারের মতো। এদের এখন কোনও অসুবিধে হচ্ছে না তো ? এইসব চিন্তা থেকেই ঠিক করলাম আমার এইবারের জন্মদিনে কোনও আড়ম্বর না করে সেই টাকায় এই ১৫৪টি পরিবারের হাতে কিছু জিনিস যেমন অাটা,আলু, পেঁয়াজ, সোয়াবিন ও সাবান তুলে দেব। আমি একজন সাধারণ ব্যাঙ্ককর্মী। আমার যতটুকু সম্ভব তাই দিয়ে চেষ্টা করলাম। আমার জন্মদিনে এবার একটা আলাদা অনুভূতি হলো যা ভাষায় বোঝাতে পারব না।