কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত তাঁর পাঞ্জাব সফর স্থগিত রাখছেন। আগামী 21 ফেব্রুয়ারি তাঁর পঞ্জাব সফরে যাওয়ার কথা ছিল৷ বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, “আমার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পঞ্জাব যাওয়ার কথা ছিল৷
কিন্তু বর্তমানে কৃষকদের যে বিক্ষোভ চলছে, সে কথা বিবেচনা করে আমি সেই সফর স্থগিত করেছি। আমি এটা অরবিন্দ কেজরিওয়ালকে জানিয়েছি। আমি মনে করি, এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হওয়া উচিত আমাদের কৃষকদের পাশে দাঁড়ানো।”