হুগলি, ১২ ফেব্রুয়ারি:- হুগলির উত্তরপাড়ায় রাজ্যের বৃহত্তম জল শোধনাগারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আরামবাগ থেকে এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির (কেএমডিএ) উদ্যোগে এই ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ তৈরি করতে খরচ হয়েছে ১৭৬৩ কোটি টাকা। এই জল শোধনাগারে প্রতিদিন ৫৫ মিলিয়ন গ্যালন জল পরিশোধন করা যাবে। স্বাধীনতার পরবর্তী সময়ে এটি হলো বৃহত্তম জল শোধনাগার। সাতটি পুরসভা এবং ছ’টি পঞ্চায়েত এলাকার প্রায় ১৭ লাখ মানুষ উপকৃত হবেন এই প্রকল্পে। উত্তরপাড়ার এই নতুন জল শোধনাগার টালার থেকে ৬ গুণ বেশি শক্তিশালী। এই জল শোধনাগার তৈরি হয়েছে প্রায় ১০ একর জমির উপর। এই জমির মালিকানা প্রাথমিকভাবে ছিল কলকাতা পুরনিগমের হাতে। তারপর এটির মালিকানা হস্তান্তর করা হয় কেএমডিএকে। একটা সময় কথা ছিল এই জমিতে তৈরি করা হবে ফিল্ম সিটি।
শেষমেষ এই জমিতে তৈরি হয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নির্মাণ শুরু হয় ২০১৯ সালে মাঝে দের বছর করোনার জন্য কাজ বন্ধ ছিল।অবশেষে পাঁচ বছর পর উদ্বোধন হল আজ। ৬০টি ওভারহেড ট্যাংক করা হয়েছে। মাটির নিচে রয়েছে সাতটি রিজার্ভার। এছাড়াও একটি ভাসমান জেটি তৈরি করা হয়েছে নদীর উপর। উত্তরপাড়া-কোতরং, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি, চাঁপদানীও ডানকুনি মোট সাতটি পুরসভা এবং কানাইপুর, নবগ্রাম, রঘুনাথপুর, রিষড়া, রাজ্যধরপুর, পিয়ারাপুর মোট ছটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষরা এই জল উপকৃত হতে চলেছেন। উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, এটা খুবই গর্বের বিষয় যে উত্তরপাড়ায় এই জল প্রকল্প চালু হলো।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ এই জল প্রকল্প উদ্বোধন করার জন্য। এরফলে অনেক মানুষের জলের সমস্যার সমাধান হবে। কেএমডিএ এর ইঞ্জিনিয়াররা যেদিন বলবেন সেদিন থেকে জল সরবরাহ শুরু হবে।