হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- এবার কুয়াশা আর ছত্রাকের আক্রমণে ফলন কম, তাই সরস্বতী পুজোয় মহার্ঘ্য হতে পারে হলুদ বা বাসন্তী গাঁদা। বুধবার সরস্বতী পুজো। বাংলার ঘরে ঘরে আরাধিতা হবেন দেবী সরস্বতী। সরস্বতী পূজার অনুষঙ্গ হিসেবে বাঙালির প্রিয় গাঁদা ফুল। আর এই গাঁদা ফুলের মধ্যে আরও জনপ্রিয় হলুদ গাঁদা। বাসন্তী রঙে কচিকাঁচাদের দেখা মিলবে স্কুলে স্কুলে। কিশোর মন নেচে উঠবে বাসন্তী রঙে।
কিন্তু এবছর প্রকৃতির খামখেয়ালিপনার জন্য বাসন্তী গাঁদার চাহিদা থাকলেও তা হয়তো পর্যাপ্ত পরিমাণে মিলবে না। ফুল চাষীদের বক্তব্য, এবছর বাসন্তী গাঁদা কুঁকড়ে গিয়েছে। কুয়াশার কারণে যেমন ফুলের বৃদ্ধি হয়নি, তেমনি গাছেও ছত্রাক আক্রমণ শুরু হয়েছে। ফলে বাসন্তী বা হলুদ রঙের গাঁদা এবছর যেমন দামি হবে তেমনই মিলবেও না পর্যাপ্ত পরিমাণে। তাই সরস্বতী পুজোর আগে মন খারাপ ফুল চাষীদের। শ্বেত শুভ্রা সরস্বতীর গলায় বাসন্তী গাঁদার এবার দেখা মিলবে কদাচিৎ।