হুগলি, ২ জানুয়ারি:- মঙ্গলবার হুগলি জেলার প্রবাদ প্রতীম জন নেতা প্রাক্তন তৃণমূল সাংসদ আকবর আলি খন্দকারের ৬৭তম জন্মদিন শ্রদ্ধা সহকারে পালন করা হলো। এদিন শেওড়াফুলি স্টেশন সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত জন্মদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার আকবর অনুরাগী তৃণমূল কর্মী এসে যোগ দেন। মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, মন্ত্রী বেচারাম মান্না, প্রাক্তন মন্ত্রী বিধায়ক অসীমা পাত্র, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন, বিধায়ক মনোরঞ্জন বেপারী, বিধায়ক ডক্টর করবি মান্না, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জনধারা, প্রাক্তন বিধায়ক মানষ মজুমদার, কোননগর পৌরসভার পুর প্রধান স্বপন দাস শ্রীরামপুর পৌরসভার পুরপ্রধান গিরিধারী সাহা, বৈদ্যবাটি প্রাক্তন পুর প্রধান অজয় প্রতাপ সিং হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী শিল্পী চ্যাটার্জী, আকবর আলি খন্দকারের পুত্র যুব ছাত্রনেতা অর্নিক খন্দকার সহ হুগলি জেলার প্রথম সারির তৃণমূল নেতৃত্ব।
উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পুর প্রধান পিন্টু মাহাতোর উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে সমস্ত বক্তা আকবর আলী খন্দকারের স্মৃতিচারণ করেন এবং সিপিএম জমানায় লাল সন্ত্রাসের রক্তচক্ষুকে উপেক্ষা করে কিভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হুগলি জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়ে তৃণমূল কংগ্রেস সংগঠনকে জোরদার করেছেন তা বিস্তারিতভাবে বর্তমান প্রজন্মের তৃণমূল কর্মীদের কাছে তুলে ধরেন, এদিন তার জন্মদিন উপলক্ষে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় এখানে প্রায় ২০০ তৃণমূল কর্মী তাদের প্রিয় নেতা আকবর আলী খন্দকারের স্মরণে স্বেচ্ছায় রক্তদান করেন।