হুগলি,৬ এপ্রিল:- সরকারি নির্দেশে জটলা আটকাতে চায়ের দোকান বন্ধ করতে উদ্যোগী চন্দননগর কমিশনারেট। এক দিনেই রাস্তায় নেমে সমস্ত চায়ের দোকান বন্ধও করে দিলো পুলিশ। অনেক গরিব চায়ের দোকানদারদের আটক করে থানায় নিয়ে যাওয়া হলো। অনেক কাটখড় পুড়িয়ে একদিন থানায় আটকে থাকার পর বাড়ি ফিরলো গরিব দোকানদাররা। তাঁদের অপরাধ পেটের তাগিদে তাঁরা রাস্তার পাশে চা বিক্রি করছিলেন। পুলিশের বক্তব্য, চায়ের দোকানে নাকি আড্ডা হয়। তাই তারা নাকি উপরতলার নির্দেশ পালন করছেন। অতি উদ্যোগী ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ তাই এক দিনেই ব্যান্ডেল সহ সংলগ্ন গোটা এলাকার চায়ের দোকান বন্ধ করে দেয়। তবে ব্যতিক্রম নজরে পড়বে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি সংলগ্ন চায়ের দোকানের দিকে তাকালে। রমরমিয়ে দোকান চলার পাশাপাশি চলছে জমিয়ে আড্ডা। পুলিশ কর্মী সিভিক ভলান্টিয়ার থেকে সাধারণ মানুষ সকলেই আড্ডা জমাচ্ছেন সেই দোকানে। ফাঁড়ির ইনচার্জ শের আলী মন্ডলের বদান্যতায় এই দোকানের ক্ষেত্রে জনতা কার্ফু বা লকডাউন কোনও নির্দেশই কার্যকর হয়নি। সকাল থেকে রাত পর্যন্ত টানা খোলা থাকছে দোকান।
সোমবার দুপুরেও ওই দোকানে বেশ ভালোই ভিড় নজরে পড়েছে। তবে ভালো কাজ করছে পুলিশ। মুদিখানা দোকান, ওষুধের দোকান, সবজি বাজার ছাড়া বাকি সব দোকান বন্ধ করে দিয়েছে। তবে কিছুটা ছাড় দিয়েছে লোটো আর বেআইনি মদের দোকান গুলিকে। ব্যান্ডেলের রাস্তায় বেরোলেই সেই ব্যতিক্রম নজরে পড়বে। এই দোকান গুলি আগে সম্পূর্ণই খোলা থাকতো, লকডাউনের পর থেকে দোকান খোলা রাখার পদ্ধতিগত পরিবর্তন ঘটানো হয়েছে। দোকানের সামনের দিকটা বন্ধ থাকলেও, পেছন খোলা থাকছে। লকডাউনের বাজারে তাই দোকানের পেছন দিক দিয়ে মদ কিনলে দামটাও দ্বিগুন চোকাতে হচ্ছে। সেই পেছনের দরজা দিয়েই লোটো মানে অনলাইন জুয়াও চলছে রমরমিয়ে। কারণ ওখান থেকেই তো পুলিশের মোটা আমদানি। এদিকে কাজও দেখতে হবে তাই ওদের ছেড়ে গরিব চায়ের দোকানদারদের পেছনে লেগেছে পুলিশ। এমনিতেই লকডাউনে গরিব মানুষের মাথায় আকাশ ভেঙে পড়েছে। কাজ কর্ম বন্ধ। কিভাবে চলবে চিন্তায় ঘুম ছুটেছে। ওদিকে গরিব মানুষের চায়ের দোকান বন্ধ করে রাজনৈতিক নেতাদের মতো সুপিরিয়র অফিসারের কাছে পয়েন্ট কালেকশনে ব্যস্ত ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ বিখ্যাত আলী বাবু।Related Articles
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি।
কলকাতা , ২৫ মার্চ:- মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে তুলে বিজেপি আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। দলের সাংসদ অর্জুন সিং এবং শিশির বাজোরিয়া আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানান। পরে বাইরে তারা সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী প্রচারে বলছেন মাথায় তিলক ও […]
রং না দেখে রেশনিং ব্যাবস্থা হোক -অধীর চৌধুরী।
মুর্শিদাবাদ,৭ এপ্রিল:- এবার রেশনিং ব্যাবস্থা নিয়ে সরব হলেন সাংসদ অধির চৌধুরী। তিনি বলেছেন সরকার যেহেতু সকলের, তখন রং দেখে বা রাজনৈতিক দল দেখে কাউকে রেশন দেওয়া হবে, বা কাউকে দেওয়া হবে না, এটা যেন কোনোভাবেই না হয়।যে সময় মানুষের জীবনের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে গিয়েছে, সেই সময় এই ধরনের পক্ষপাত মূলক আচরণ কোথাও হওয়া […]
৭৫ তম স্বাধীনতা দিবসে নাশকতা ঠেকাতে তৎপর রেল পুলিশ।
সুদীপ দাস,১৪ আগস্ট:- ৭৫তম স্বাধীনতা দিবসে নাশকতা ঠেকাতে তৎপর রেল পুলিশ। শনিবার ব্যান্ডেল স্টেশনে তল্লাশি চালালো ব্যান্ডেল আরপিএফ ও জিআরপি থানা। রাজ্য ও কেন্দ্র এই দুই রেল পুলিশের যৌথ উদ্যোগে এদিন প্লাটফর্মে আগত যাত্রীদের শরীর ও ব্যাগে তল্লাশি চালানো হয়। পাশাপাশি প্লাটফর্মে আসা সমস্ত ট্রেনে উঠে তল্লাশি চালায় পুলিশ। এদিন গোটা রেল লাইনেও ডিটেক্টর দিয়ে […]






