হুগলি, ২১ ডিসেম্বর:- রাজ্যসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করার সময় রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের মিমিক্রি করেছিলেন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিতর্ক তৈরী হয়।এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিজের সাংসদ এলাকা শ্রীরামপুর লোকসভার ডানকুনিতে সাংসদের বিরুদ্ধে বিক্ষোভে নামল বিজেপি।
বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদকের নেতৃত্বে টি এন মুখার্জি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মিরা। অবরুদ্ধ হয় ডানকুনি আরামবাগ রাস্তা। গত ১৯ তারিখে তৃনমূল সাংসদ যেভাবে অঙ্গভঙ্গি করেছেন তাতে বিজেপি মনে করে উপ রাষ্ট্রপতির অপমান হয়েছে। প্রতিবাদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয়। পরে ডানকুনি থানার পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়।








