সুদীপ দাস,৫ এপ্রিল:- নার্সিংহোম ব্যাবহার করতে চেয়ে সরকারের সিদ্ধান্তের আপত্তি জানালো স্থানীয়রা। হাসপাতালের সামনে বসে পরে ব্যাপক বিক্ষোভে সামিল হলো স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত গত শুক্রবার একই কারনে ওই এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। কিন্তু রবিবার আবার সেখানে পুলিশ এলে ক্ষোভে ফেটে পরেন বাসিন্দারা। ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত মল্লিককাশেম হাট সংলগ্ন কপিডাঙ্গা এলাকার। মাস কয়েক আগে সেখানে অজন্তা সেবা সদন নামে একটি বেসরকারী হাসপাতালের পথ চলা শুরু হয়। জরুরিকালীন অবস্থায় জেলা প্রশাসনের একটি দল নার্সিংহোম ঘুরে সেটিকে ব্যাবহারের মত দেয়।
তারপর থেকেই আপত্তি তোলে স্থানীয় মানুষ। আজ তাদের বিক্ষোভ চরম আকার নেয়। তাঁদের বক্তব্য অত্যন্ত ঘিঞ্জি এই এলাকায় সংক্রামক ব্যাধির চিকিৎসা শুরু হলে এলাকাবাসীরাই আক্রান্ত হতে পারেন। তাই তাঁরা কোন অবস্থাতেই সেখানে চিকিৎসা করাতে দেবেন না।পাশাপাশি এই হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি রুগীর আত্মীয়রা বলেন আমাদের রুগীদের অবস্থা অত্যন্ত সংকটজনক। এই অবস্থায় আমরা তাঁদেরকে নিয়ে কোথায় যাবো ? অন্যদিকে হাসপাতালের কর্নধার সঞ্জয় সিনহা বলেন সরকার যেটা ভালো বুঝবে সেটাই করবে। কিন্তু গতকাল সরকারী হাসপাতালের চিকিৎসকরা আমার হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি রুগীদের দেখে এইমুহূর্তে কোনভাবেই তাঁদেরকে অন্যত্র সরানো যাবে না বলেছেন ! এই পরিস্থিতিতে আমি কি করবো ? তবে এ ব্যাপারে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া মেলে নি।Related Articles
শহরের গঙ্গার ঘাটগুলিতে মহালয়ার দিন তর্পনের অনুমতি দেওয়া হলেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
কলকাতা , ১৬ সেপ্টেম্বর:- করোনা আবহে শহরের গঙ্গার ঘাটগুলিতে আগামীকাল মহালয়ার দিন তর্পনের অনুমতি দেওয়া হলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করেছে কলকাতা পুরসভা। সামাজিক দূরত্ব বজায় রেখেই এবার তর্পণ করতে হবে। যে কোনো মানুষ গঙ্গার ঘাটে এসে তর্পণ করতে […]
১৭০০ কোটির প্রকল্পে উপকৃত হবে ১৭ লক্ষ মানুষ, উত্তরপাড়ায় উদ্বোধন হলো রাজ্যের বৃহত্তম জল প্রকল্পের।
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- হুগলির উত্তরপাড়ায় রাজ্যের বৃহত্তম জল শোধনাগারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আরামবাগ থেকে এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির (কেএমডিএ) উদ্যোগে এই ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ তৈরি করতে খরচ হয়েছে ১৭৬৩ কোটি টাকা। এই জল শোধনাগারে প্রতিদিন ৫৫ মিলিয়ন গ্যালন জল পরিশোধন করা যাবে। স্বাধীনতার পরবর্তী সময়ে এটি হলো বৃহত্তম […]
আইএসএলে দশটি দলের জার্সির নকশা জমা , নেই ইস্টবেঙ্গল ।
স্পোর্টস ডেস্ক, ১১ আগস্ট:- আইএসএলের জন্য দশটি দল জার্সির নকশা পাঠিয়ে দিল প্রতিযোগিতার আয়োজকদের কাছে। সোমবার রাত পর্যন্ত যা খবর, সেই তালিকায় ইস্টবেঙ্গল নেই। কলকাতার একমাত্র ক্লাব হিসেবে রয়েছে এটিকে-মোহনবাগান । আন্তর্জাতিক ক্রীড়া ভিডিয়ো গেম প্রস্তুতকারক সংস্থা আইএসএলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে । লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সঙ্গে এ বার এই ভিডিয়ো গেমে দেখা যাবে সুনীল ছেত্রী […]