তরুণ মুখোপাধ্যায়,৫ এপ্রিল:- প্রধানমন্ত্রী কখনও থালা বাজাবার কথা বলছেন আবার কখনও বাড়িঘরের আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর নিদান দেশবাসীকে দিচ্ছেন সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এর দ্বারা কোন করোনা নির্মূল করা যাবে না । সাধারণ মানুষের এই ধারণাটা ক্রমশ প্রকাশ পাচ্ছে। আজ রাত্রির নটার সময় পুরো ভারতবাসীকে অন্ধকার পালনে যে পরামর্শ প্রধানমন্ত্রী দিয়েছেন সে ব্যাপারে বলতে গিয়ে বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বিভাগীয় প্রধান অধ্যাপক অভিজিৎ পাল জানালেন যে আলো নেভানো , থালা বাজানোর পেছনে কোন বৈজ্ঞানিক চিন্তাধারা নেই । আমরা অনেক আশা করেছিলাম প্রধানমন্ত্রী হয়তো আমাদের বিজ্ঞান-স্বাস্থ্য বিষয়ক চিন্তাধারার কোনো কথা বলবেন । কিন্তু এ ব্যাপারে কোনো রাস্তায় না গিয়ে তিনি যা বললেন তা একদমই হতাসজনক।মনে হচ্ছে নিজের দেশবাসীর কাছে ওনার জনপ্রিয়তা যাচাই করতে চাইছেন। অধ্যাপক পালের মত বিশেষজ্ঞরা জনসাধারণকে লকডাউনের যে পরামর্শ দিয়েছেন তা আমাদের অক্ষরে অক্ষরে মেনে চলা উচিত। কারন এর পিছনে বৈজ্ঞানিক চিন্তাধারা আছে । এটা মানলে করোনার মতো মারণ রোগ কে দূর করা সম্ভব।