মালদা,৪ এপ্রিল:- লকডাউন অমান্য করে বাইরে বের হওয়াই মালদা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ২০ জনকে আটক করল পুলিশ। লকডাউনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সাধারণ মানুষ এখনো সচেতন নয়। প্রয়োজন ছাড়াই মানুষ বেরিয়ে পড়ছে রাস্তায়। প্রায় প্রতিদিন অভিযানে নামছে মালদা জেলা পুলিশ। শনিবার সকালে মালদা জেলার ডেপুটি পুলিশ সুপার(হেড কোয়াটার) প্রশান্ত দেবনাথের নেতৃত্বে পুলিশের টিম ধড়পাকরায়ে নামে। শহরের রথবাড়ি সহ বিভিন্ন মোড়ে চায়ের দোকান খোলা ছিল। চায়ের দোকানের সামনে অযোথা ভিড় জমছিল। পুলিশ হানা দিয়ে চায়ের দোকান গুলি বন্ধ করে দেয়। আটক করে চা ব্যবসায়ীদের। এছাড়াও অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়ায় কয়েকজনকে আটক করে। এদিন মোট ২০ জনকে আটক করে পুলিশ।