এই মুহূর্তে জেলা

পুজো কার্নিভালের প্রস্তুতি চলছে হাওড়ায়।

হাওড়া, ২৫ অক্টোবর:- গতবার হাওড়ায় হয়েছিল প্রথম পুজো কার্নিভাল। তাতে ব্যাপক সাড়া মিলেছিল। তাতে অংশ নিয়েছিল ১৬টি পুজো কমিটি। আগামীকাল বিকেলে হাওড়ার ফোরশোর রোডে হবে ২০২৩ পুজো কার্নিভাল।

এদিন বিকেল ৪টে থেকে তা শুরু হওয়ার কথা। এই উপলক্ষে সেজে উঠছে ফোরশোর রোড। চলছে তারই প্রস্তুতি। এদিন চলছে মঞ্চ বাঁধার কাজ। আলো এবং মাইক লাগানোর কাজ চলছে ফোরশোর রোডে। পুরো প্রস্তুতি খতিয়ে দেখেন হাওড়া সিটি পুলিশের এসিপি সেন্ট্রাল।