হাওড়া, ২৪ অক্টোবর:- দশমীতে হাওড়ার বিভিন্ন ঘাটেও চলছে প্রতিমা নিরঞ্জন। এই নিরঞ্জনের জন্য দিন ধার্য্য করা হয়েছে আজ থেকে তিনদিন। আজ দুপুর থেকেই বাড়ির প্রতিমা সহ বেশ কিছু ক্লাব, বারোয়ারির প্রতিমার বিসর্জন পর্ব চলছে। গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের পর সেই কাঠামো জল থেকে তোলার ব্যবস্থা করা হয়েছে। হাওড়া পৌরনিগম এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিন প্রতিমা নিরঞ্জন উপলক্ষে হাওড়ার রামকৃষ্ণপুর, শিবপুর সহ গঙ্গার বিসর্জনের ঘাটগুলিতে নিরাপত্তা জোরদার হয়েছে। পৌরনিগমের তরফ থেকে আলো এবং ঘাটের রাস্তা সংস্কার করা হয়েছে। অন্যদিকে হাওড়া সিটি পুলিশের পাশাপাশি গঙ্গায় এদিন নিরঞ্জন উপলক্ষে রিভার ট্রাফিক পুলিশেরও নিরাপত্তা রয়েছে।