হুগলি, ২৪ অক্টোবর:- রাজ্য জুড়ে যখন দেবী উমার বিসর্জনে বিষাদের সুর ঠিক তখনই চন্দননগরবাসী মাততে শুরু করল দেবী হৈমন্তীকার আগমনের অপেক্ষায়। গোটা রাজ্য যখন মা দুর্গার বিদায়ের বিষাদে মন ভারাক্রান্ত করতে শুরু করেছে। ঠিক চন্দননগরবাসী তখন থেকেই দেবী হৈমন্তিকার আগমনের অপেক্ষায় আজ থেকেই দিন গোনা শুরু করল।
রীতি মেনে চন্দননগরের বিভিন্ন জগদ্ধাত্রী পুজো কমিটিতে কাঠমো পুজো অনুষ্ঠিত হয়ে গেল আজ। তেমনই চন্দননগরের উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির উদ্যোগে সকাল ১১:৩০ টা নাগাদ কাঠামো পুজোর সূচনা হয়। ঢাকের বাদ্যি, পুরোহিতের মন্ত উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দেবী হৈমন্তিকার আগমনের প্রারম্ভিক কাজ।